Mon. Dec 23rd, 2024

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরে এ বার বন্দে মেট্রো ট্রেন নিয়ে আসছে ভারতীয় রেল। কাছাকাছি দুই বড় শহরের মধ্যে চলাচল করবে এই ট্রেন। পঞ্জাবের কপূরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)-র তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসে আসছে বন্দে মেট্রোর ট্রেনের প্রাথমিক মডেল। দেশীয় প্রযুক্তিতে সেমি হাই স্পিড বন্দে ভারত ট্রেনের ধাঁচেই তৈরি করা হচ্ছে বন্দে মেট্রো ট্রেনও। এই ট্রেন ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে দৌড়তে পারবে।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একাধিক সুবিধা থাকছে বন্দে মেট্রো ট্রেনে। এই ট্রেনে থাকবে ১৬টি বাতানুকূল কোচ। প্রতিটি কোচে যাত্রীদের বসার জন্য ১০০টি করে আসন থাকবে। এ ছাড়া প্রতিটি কোচে ১৮০ জন যাত্রী দাঁড়াতে পারবেন। অর্থাৎ, ট্রেনের প্রতিটি কামরায় ২৮০ জন যাত্রী অনায়াসে যাত্রা করতে পারবেন। শীতের সময় বন্দে মেট্রোতে মিলবে গরম জল। এই ট্রেনে মেট্রো রেলের মতো স্বয়ংক্রিয় দরজা থাকবে। ট্রেনের কামরা প্রতি থাকবে ১৪টি করে সেন্সর। সেগুলো আগুন এবং ধোঁয়া শনাক্ত করবে। এই ট্রেনে চালকের সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থাও থাকছে। কোনও বিপদের আশঙ্কা করলে চালকের সঙ্গে কথা বলা যাবে। দুর্ঘটনা এড়াতে এই ট্রেনে ‘কবচ সিস্টেম’ ব্যবহার করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *