Sun. Dec 22nd, 2024

ডিম পাড়া হাঁসের অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্ত চেয়ে প্রশাসনের দারস্থ হয়েছিলেন চুঁচুড়ার বধূ ইতি বিশ্বাস। তাঁর সন্দেহ, খাবারে বিষ মিশিয়ে তাঁর পালিত তিন হাঁসকে কেউ

মেরে ফেলেছেন। এখন ময়নাতদন্তের রিপোর্টের জন্য তিনি অপেক্ষায়। সেই ইতিকে ন’টি ডিম পাড়া হাঁস উপহার দিল হুগলি জেলা পরিষদের মৎস্য এবং প্রাণিসম্পদ দফতর। তিনটি হাঁসকে হারিয়ে কান্নায় ভেঙে পড়া ইতি এই উপহার পেয়েও হাপুস নয়নে কেঁদে ফেলে ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *