Sun. Dec 22nd, 2024

রোহিত শর্মা থেকে উদয় সাহারান। ছবিটা বদলাচ্ছে না। বার বার আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হারতে হচ্ছে ভারতকে। একের পর এক ট্রফি জয়ের স্বপ্ন অধরা থেকে যাচ্ছে ভারতের। বিশ্ব ক্রিকেটে কি ভারতের কাঁটা হয়ে উঠেছে অস্ট্রেলিয়া?

গত বছর জুন মাস থেকে তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভারত। তিন বারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা হয়েছে তাদের। তিন বারই জিতেছে অস্ট্রেলিয়া। দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই চাপে পড়ে যায় ভারত। তার প্রভাব খেলায় দেখা যাচ্ছে।

শুরুটা হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গত বছর জুন মাসে ইংল্যান্ডে এই ম্যাচে প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড করেছিলেন ১৬৩ রান। স্টিভ স্মিথ ১২১ রান করেছিলেন। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। অজিঙ্ক রাহানে করেছিলেন ৮৯ রান। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রানে ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। ২০৯ রানে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *